সম্পদ

সৈয়দ মূসা রেজা ।।

স্বর্ণ-শিখর হয়ে ওঠে যদি দুনিয়ার পর্বত
সাগরের পানি যদি হয়ে যায় উজ্জ্বল মরকত

হীরে-জহরতে ভরে ওঠে যদি পৃথিবীর নদী-হ্রদ
চুনি-পান্নার ঢলে ভেসে যায় রাজপথ, জনপদ
মুক্তো খচিত বসন-ভূষণ রাখো যদি রাশি রাশি
মুহাম্মদের জীর্ণ পাদুকা যদি রাখো পাশাপাশি

কোনটা আমার সবচেয়ে প্রিয় তুমি কি জানতে চাও
বার বার আমি বলবো তোমাকে- ‘নবীর পাদুকা দাও!’

ক্যালিগ্রাফি : আরিফুর রহমান

 13,999 total views,  3 views today


মন্তব্য (০ টি)

মন্তব্য করুন