সাইয়েদ আবুল হাসান আলী নাদভী ।।
পৃথিবীর বিভিন্ন দেশে ও জনপদে শ্রেণীভেদ ও বর্ণপ্রথা অবশ্যই ছিলো, কিন্তু ভারতবর্ষের মত আর কোথাও এমন কঠোর, নিষ্ঠুর বর্ণপ্রথা ও শ্রেণীভেদ ছিলো না। বস্তুত এটা ছিলো মানবতার প্রতি চরম অবমাননা, যা ভারতবর্ষে শুধু সামাজিকভাবেই নয়, ধর্মীয়ভাবেও স্বীকৃত ছিলো, যা হাজার হাজার বছর ধরে চলে আসছে, এখনও চলছে। ভারতীয় সমাজের এই জাতিভেদ এবং পেশাগত বিভক্তি ও শৃঙ্খল-বন্ধনের সূচনা হয়েছিলো বৈদিক যুগের শেষভাগে, একই পেশা ও কর্মে বংশপরম্পরায় আবদ্ধ থাকার বাধ্যবাধকতা থেকে। বহিরাগত আর্যরা তাদের বংশমর্যাদা ও জাতকৌলীন্য অক্ষুণ্ণ রাখার এবং বিজেতারূপে নিজেদের তাপ ও প্রতাপ বজায় রাখার স্বার্থে এই শ্রেণীভেদ ও বর্ণপ্রথা অপরিহার্য মনে করেছিলো। ডক্টর গোস্তাভ লী বোন বলেন –
‘বৈদিক যুগের শেষভাগেই আমরা দেখতে পেলাম, বিভিন্ন পেশা ও জীবিকা মোটামুটি পৈত্রিক রূপ ধারণ করে চলেছে এবং শ্রেণীভেদ প্রথার গোড়াপত্তন হয়ে গিয়েছে, যদিও তখনো তা পূর্ণাঙ্গ কাঠামো লাভ করেনি।
বৈদিক আর্যদের মধ্যে এ ধারণা পাকাপোক্ত হয়ে গিয়েছিলো যে, বিজিত জাতি ও জনগোষ্ঠীর মিশ্রণ থেকে নিজেদের সনাতন বংশধারাকে রক্ষা করতে হবে। পরবর্তী পর্যায়ে এই সংখ্যালঘু বিজেতা সম্প্রদায় যখন পূর্বদিকে অগ্রসর হলো এবং দেশীয় জনগোষ্ঠীর এক বিরাট অংশের উপর আধিপত্য বিস্তার করে ফেললো, তখন এর প্রয়োজনীয়তা আরো তীব্র হলো এবং বিধানপ্রণেতাদের জন্য এটা বিবেচনায় আনা জরুরি হয়ে পড়লো।
বংশধারা রক্ষা ও বিলুপ্তির রহস্য ততদিনে তারা বুঝে গিয়েছিলো। ভালোভাবেই তাদের জানা হয়ে গিয়েছিলো যে, সংখ্যালঘু বিজেতা জাতি নিজেদের বংশস্বাতন্ত্র্য যদি রক্ষা না করে, তাহলে খুব দ্রুত তারা বিজিত জনগোষ্ঠীর মধ্যে বিলীন হয়ে যায়, নামচিহ্ন পর্যন্ত আর বাকি থাকে না।’
তবে এই বর্ণপ্রথাকে সুবিন্যস্ত ও পূর্ণাঙ্গ বিধানরূপে প্রবর্তনের কৃতিত্ব এককভাবে মনুজীর। যিশুখ্রিস্টের জন্মের তিনশ বছর পূর্বে ভারতবর্ষে যখন ব্রাহ্মণ্য সভ্যতার পূর্ণ উত্থান ঘটে, তখন ঐ সভ্যতার পৃষ্ঠপোষকতার উদ্দেশ্যে মনুজী ভারতীয় সমাজের জন্য একটি নতুন বিধান প্রবর্তন করেন এবং তাতে নাগরিক ও রাজনৈতিক নিয়মবিধি তৈরি করেন, যা সমগ্র দেশ ও জনপদ মেনে নেয়। ফলে ভারতীয় সমাজ-সভ্যতায় সেটা সার্বজনীন আইন ও ধর্মীয় বিধানরূপে স্বীকৃতি লাভ করে। এটাই বর্তমানে মনুশাস্ত্র বা মনুসংহিতারূপে পরিচিত।
মনুসংহিতায় দেশের জনগোষ্ঠীকে চারটি পৃথক শ্রেণীতে ভাগ করা হয়েছে। যথা –
(১) ব্রাহ্মণ, অর্থাৎ ধর্মীয় পুরোহিত শ্রেণী
(২) ক্ষত্রিয়, অর্থাৎ যোদ্ধাশ্রেণী
(৩) বৈশ্য, অর্থাৎ কৃষি ও বাণিজ্যজীবী শ্রেণী
(৪) শূদ্র, অর্থাৎ সেবকশ্রেণী, যাদের নির্ধারিত কোন পেশা নেই; যাবতীয় নিম্নশ্রেণীর পেশার মাধ্যমে উচ্চবর্ণের সেবা করে যাওয়াই যাদের একমাত্র কাজ।
মনুসংহিতায় বলা হয়েছে –
সংসারের মঙ্গলার্থে ব্রহ্মা ব্রাহ্মণকে আপন মুখ হতে, ক্ষত্রিয়কে আপন বাহু হতে, বৈশ্যকে আপন ঊরু হতে এবং শূদ্রকে আপন পদযুগল হতে সৃষ্টি করেছেন। সংসারকে রক্ষাকল্পে ব্রহ্মা স্বয়ং তাদের মধ্যে দায়িত্ব ও কর্ম বণ্টন করে দিয়েছেন। ব্রাহ্মণের দায়িত্ব হলো বেদ শিক্ষাদান, দেবতাদের উদ্দেশ্যে নৈবেদ্য প্রদান, দান গ্রহণ ও প্রসাদ বিতরণ।
ক্ষত্রিয়ের কর্তব্য হলো যোদ্ধাধর্ম পালন, অর্থাৎ মানুষকে যাবতীয় উপদ্রব ও অরাজকতা হতে রক্ষা করা, বেদ অধ্যয়ন করা, দান প্রদান, নৈবেদ্য অর্পণ এবং কামসংযম।
বৈশ্যের কর্তব্য হলো গবাদি পশু পালন, বাণিজ্য ও কৃষিকাজ, বেদ পাঠ, দান প্রদান ও নৈবেদ্য অর্পণ।
আর শূদ্রকে ব্রহ্মা একটিমাত্র আদেশ করেছেন, অর্থাৎ উপরের সম্প্রদায়ত্রয়ের সেবায় আত্মনিয়োগ এবং সর্ব-উপায়ে তাদের সন্তুষ্টি অর্জন। (মনুসংহিতা, ১ম অধ্যায়)
ব্রাহ্মণসম্প্রদায়ের চরম আধিপত্য : মনুসংহিতার বর্ণবিধান ব্রাহ্মণকে এত বেশী অধিকার ও বৈশিষ্ট্য প্রদান করেছে যে, তারা প্রায় দেবমর্যাদায় অভিষিক্ত হয়ে পড়েছে। মনুসংহিতার মতে –
ব্রাহ্মণসম্প্রদায় হলো ব্রহ্মার প্রিয়পাত্র এবং মানবকুলের সম্রাট। তাদের কাজ শুধু ধর্মের রক্ষণাবেক্ষণ। যেহেতু তারাই হলো সৃষ্টির সেরা এবং জগত-অধিপতি, সেহেতু জগতের সকল সম্পদে তাদের একচ্ছত্র অধিকার। ব্রাহ্মণ শূদ্রদাসদের যাবতীয় সম্পদ ইচ্ছামত দখল করতে পারে, এতে কোন পাপ নেই। কেননা দাসের কোন মালিকানাস্বত্ব নেই; তার সম্পদের স্বত্ব আপন মনিবের। (মনুসংহিতা, ১ম অধ্যায় এবং ৮ম অধ্যায়)
ঋগ্বেদ যে ব্রাহ্মণের মুখস্থ, সে পাপমুক্ত ব্যক্তি, যদিও পাপরাশি দ্বারা সে ত্রিলোক নাশ করে ফেলে। এমনকি কঠিনতম অভাব ও প্রয়োজনের মুহূর্তেও রাজার অধিকার নেই ব্রাহ্মণ থেকে কোনরূপ রাজস্ব বা কর গ্রহণ করার, আর রাজার কর্তব্য হলো রাজ্যের ব্রাহ্মণদেরকে ক্ষুধার কষ্ট থেকে রক্ষা করা এবং অনাহারে মরতে না দেয়া। ব্রাহ্মণ যদি মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ করে তবে তার শাস্তি হবে শুধু মস্তক মুণ্ডন করা, পক্ষান্তরে অন্যদের শাস্তি হবে যথারীতি মৃত্যুদণ্ড। (মনুসংহিতা, ২য় অধ্যায় এবং ৯ম অধ্যায়)
ক্ষত্রিয়সম্প্রদায় : যদিও এরা অপর দু’টি বর্ণ বৈশ্য ও শূদ্র থেকে শ্রেষ্ঠ, কিন্তু তাদের অবস্থান ব্রাহ্মণ থেকে অনেক নীচে। মনু বলেন, দশ বছর বয়স্ক ব্রাহ্মণ বালক একজন শতায়ু ক্ষত্রিয় থেকে উত্তম, যেমন পিতা সন্তান থেকে উত্তম। (মনুসংহিতা, ১১শ অধ্যায়)
মনুসংহিতার বিধান মতে ক্ষত্রিয় সম্প্রদায় যে দায়িত্ব ও মর্যাদা লাভ করেছে তা হলো, যেহেতু তারা বেদ-জ্ঞান দ্বারা নিজেদের চিন্তা ও মস্তিষ্ককে পরিপুষ্ট করেছে, সেহেতু তারা দেশের রাজা হতে পারে। শাসক, প্রশাসক, বিচারক ও সেনাপতি হতে পারে। ক্ষত্রিয় সম্প্রদায় হতে রাজা মনোনীত হলে তাকে অমর্যাদা করার অধিকার নেই, হোক সে শিশু। এক্ষেত্রে বলা হবে যে, তিনি মানব, তবে রাজার মানবসত্তায় ভগবানের সত্তা মূর্ত হয়েছে।
ক্ষত্রিয়রা শান্তিকালেও সৈনিক ও যোদ্ধারূপে জীবনযাপন করবে, আর তার কর্তব্য হবে প্রথম ডাকের সঙ্গে সঙ্গে উপস্থিত হওয়া। পক্ষান্তরে রাজার কর্তব্য হবে অস্ত্রশস্ত্র ও যুদ্ধের যাবতীয় সরঞ্জাম সরবরাহ করা।
বৈশ্যসম্প্রদায় : বৈশ্যসম্প্রদায়ের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে মনুসংহিতায় বলা হয়েছে, বৈশ্যের কর্তব্য হলো আপন সম্প্রদায়ের কোন নারীকে বিবাহ করা। আপন পেশায় যত্নবান হওয়া এবং স্থায়ীভাবে গবাদিপশু পালন করা। আর যারা বাণিজ্য করে তাদের কর্তব্য হলো বাণিজ্যের বিধিবিধান এবং সুদব্যবস্থা উত্তমরূপে জানা, তদ্রূপ কর্তব্য হলো কৃষিজ্ঞান অর্জন করা এবং মাপ ও পরিমাপপদ্ধতি সম্পর্কে পূর্ণ অবগতি অর্জন করা। আরো কর্তব্য হলো শ্রমিকের মজুরি, মানুষের ভাষা এবং পণ্যসংরক্ষণ ও ক্রয়-বিক্রয়সংক্রান্ত সংক্রান্ত যাবতীয় বিষয় জানা।
অভিশপ্ত শূদ্রসম্প্রদায় : মনুপ্রবর্তিত সামাজিক ও ধর্মীয় ব্যবস্থামতে ভারতীয় হিন্দুসমাজে শূদ্র বা অচ্ছুতই হলো সর্বনিম্ন সম্প্রদায়। সমাজে তাদের অবস্থান ও মর্যাদা ইতর পশুর চেয়েও অধম। মনুশাস্ত্রের সুস্পষ্ট ঘোষণা –
শূদ্রের জন্য এটাই পরম সৌভাগ্য যে, তারা ব্রাহ্মণসেবায় নিয়োজিত হতে পারে; এছাড়া তাদের আর কোন পুণ্য ও প্রাপ্তি নেই। অর্থ উপার্জন ও সম্পদ-সঞ্চয়ের কোন অধিকার শূদ্রের নেই। কারণ তা ব্রাহ্মণের মনঃকষ্টের কারণ। শুদ্র যদি কোন ব্রাহ্মণের উপর হাত তোলে বা ক্রোধান্ধ হয়ে তাকে লাথি মারে, তাহলে তার হাত ও পা কেটে ফেলা হবে। আর যদি কোন পাপিষ্ঠ শূদ্র কোন ব্রাহ্মণের সমকক্ষে বসার ধৃষ্টতা প্রদর্শন করে, তাহলে শাসকের অবশ্যকর্তব্য হবে তার পশ্চাদ্দেশে গরম লোহার দাগ দিয়ে তাকে দেশছাড়া করা। আর কোন ব্রাহ্মণকে স্পর্শ করা বা তাকে কটু কথা বলার সাজা হলো জিহ্বা ছিঁড়ে ফেলা। আর যদি দাবী করে ব্রাহ্মণকে সে শিক্ষা দিতে পারে, তাহলে তার মুখে তপ্ত তেল ঢেলে দাও। কুকুর, বিড়াল, কাক, পেঁচা এবং কোন শূদ্রকে হত্যা করার প্রায়শ্চিত্ত একই সমান। (মনুসংহিতা, ৮ম অধ্যায়, ১০ম অধ্যায় এবং ১১শ অধ্যায়)
অনুবাদ : মাওলানা আবু তাহের মিসবাহ
8,996 total views, 22 views today
মন্তব্য (৭৮ টি)
Its like you read my mind! You seem to know so much approximately this, like you wrote the e-book in it or something. I think that you simply could do with some % to drive the message house a bit, however other than that, this is fantastic blog. An excellent read. I’ll definitely be back.
জুন ২৩, ২০২৩, ১২:০৮ অপরাহ্নThanks for finally writing about > %blog_title% < Liked it!
জুন ২৬, ২০২৩, ৯:৩১ অপরাহ্নсправки москва
জুন ২৭, ২০২৩, ২:০৪ পূর্বাহ্নI absolutely love your blog and find a lot of your post’s to be exactly I’m looking for. Do you offer guest writers to write content for you? I wouldn’t mind creating a post or elaborating on some of the subjects you write concerning here. Again, awesome blog!
জুন ২৭, ২০২৩, ৯:১৪ অপরাহ্নWhat’s Taking place i’m new to this, I stumbled upon this I have found It positively helpful and it has helped me out loads. I am hoping to give a contribution & aid other users like its helped me. Good job.
জুন ২৭, ২০২৩, ১০:১৭ অপরাহ্নGood way of explaining, and good piece of writing to get information about my presentation subject, which i am going to deliver in college.
জুলাই ৪, ২০২৩, ১২:৫১ পূর্বাহ্নWhat’s up to every one, it’s truly a good for me to pay a visit this site, it contains valuable Information.
জুলাই ৪, ২০২৩, ১১:২৭ পূর্বাহ্নThank you for any other fantastic article. Where else may just anyone get that kind of information in such a perfect means of writing? I have a presentation next week, and I am at the look for such information.
জুলাই ৪, ২০২৩, ৯:৫১ অপরাহ্নGood info. Lucky me I came across your website by accident (stumbleupon). I have saved it for later!
জুলাই ৬, ২০২৩, ১:০০ পূর্বাহ্নHave you ever thought about publishing an e-book or guest authoring on other websites? I have a blog based upon on the same subjects you discuss and would really like to have you share some stories/information. I know my audience would enjoy your work. If you are even remotely interested, feel free to send me an e-mail.
জুলাই ৬, ২০২৩, ১০:২০ অপরাহ্নHey There. I found your blog using msn. This is an extremely well written article. I will be sure to bookmark it and come back to read more of your useful information. Thanks for the post. I will definitely comeback.
জুলাই ৮, ২০২৩, ৯:১৯ অপরাহ্নHave you ever thought about creating an e-book or guest authoring on other sites? I have a blog based upon on the same ideas you discuss and would really like to have you share some stories/information. I know my viewers would value your work. If you are even remotely interested, feel free to send me an e-mail.
জুলাই ১০, ২০২৩, ৭:৪৯ অপরাহ্নI am actually pleased to read this blog posts which contains plenty of helpful data, thanks for providing these data.
জুলাই ১১, ২০২৩, ৫:৪৬ অপরাহ্নI believe what you postedtypedbelieve what you postedtypedthink what you postedtypedsaidthink what you postedtypedsaidWhat you postedwrotesaid was very logicala bunch of sense. But, what about this?consider this, what if you were to write a killer headlinetitle?content?wrote a catchier title? I ain’t saying your content isn’t good.ain’t saying your content isn’t gooddon’t want to tell you how to run your blog, but what if you added a titlesomethingheadlinetitle that grabbed people’s attention?maybe get a person’s attention?want more? I mean %BLOG_TITLE% is a little vanilla. You could peek at Yahoo’s home page and watch how they createwrite news headlines to get viewers interested. You might add a video or a related pic or two to get readers interested about what you’ve written. Just my opinion, it could bring your postsblog a little livelier.
জুলাই ১২, ২০২৩, ১১:৪২ অপরাহ্নExcellent blog here! Also your site rather a lot up fast! What host are you using? Can I am getting your associate link for your host? I want my website loaded up as fast as yours lol
জুলাই ১৩, ২০২৩, ১০:৩৮ পূর্বাহ্নI’m impressed, I must say. Rarely do I encounter a blog that’s equally educative and interesting, and let me tell you, you have hit the nail on the head. The issue is something that not enough people are speaking intelligently about. I am very happy that I stumbled across this in my search for something concerning this.
জুলাই ১৪, ২০২৩, ১১:৩৮ অপরাহ্নWhat i do not realize is in reality how you’re now not really a lot more well-liked than you may be right now. You are so intelligent. You know therefore significantly in relation to this topic, produced me individually consider it from so many various angles. Its like men and women aren’t fascinated unless it’s something to accomplish with Woman gaga! Your own stuffs nice. All the time care for it up!
জুলাই ১৬, ২০২৩, ৭:০৫ পূর্বাহ্নWow that was strange. I just wrote an really long comment but after I clicked submit my comment didn’t show up. Grrrr… well I’m not writing all that over again. Anyways, just wanted to say wonderful blog!
জুলাই ১৮, ২০২৩, ৭:২৪ পূর্বাহ্নThank you for the auspicious writeup. It if truth be told was a entertainment account it. Glance complicated to far introduced agreeable from you! By the way, how can we keep up a correspondence?
জুলাই ১৯, ২০২৩, ৮:২৮ অপরাহ্নI am sure this article has touched all the internet users, its really really good post on building up new weblog.
জুলাই ২০, ২০২৩, ৭:৪৫ পূর্বাহ্নYour way of explaining all in this article is truly nice, all be able to easily know it, Thanks a lot.
জুলাই ২১, ২০২৩, ১:৩৩ পূর্বাহ্নI constantly spent my half an hour to read this webpage’s articles or reviews every day along with a cup of coffee.
জুলাই ২১, ২০২৩, ১০:৩১ পূর্বাহ্নWhen I originally commented I clicked the “Notify me when new comments are added” checkbox and now each time a comment is added I get three emails with the same comment. Is there any way you can remove me from that service? Appreciate it!
জুলাই ২২, ২০২৩, ১২:৪৭ পূর্বাহ্নTruly no matter if someone doesn’t know then its up to other users that they will help, so here it occurs.
জুলাই ২৪, ২০২৩, ১২:৪১ পূর্বাহ্নHey! This is kind of off topic but I need some help from an established blog. Is it hard to set up your own blog? I’m not very techincal but I can figure things out pretty fast. I’m thinking about setting up my own but I’m not sure where to start. Do you have any tips or suggestions? Cheers
জুলাই ২৫, ২০২৩, ১:৩২ পূর্বাহ্নThis is my first time pay a visit at here and i am really impressed to read all at alone place.
জুলাই ২৬, ২০২৩, ১২:৫৯ পূর্বাহ্নHi friends, its great article regarding educationand completely explained, keep it up all the time.
জুলাই ২৭, ২০২৩, ৮:৪৯ অপরাহ্নI am regular reader, how are you everybody? This post posted at this website is truly pleasant.
জুলাই ২৯, ২০২৩, ১২:৩৭ পূর্বাহ্নHiya! I know this is kinda off topic however I’d figured I’d ask. Would you be interested in exchanging links or maybe guest writing a blog article or vice-versa? My website goes over a lot of the same subjects as yours and I feel we could greatly benefit from each other. If you are interested feel free to send me an e-mail. I look forward to hearing from you! Awesome blog by the way!
আগস্ট ১, ২০২৩, ৬:২০ পূর্বাহ্নHey are using WordPress for your blog platform? I’m new to the blog world but I’m trying to get started and create my own. Do you need any coding knowledge to make your own blog? Any help would be greatly appreciated!
আগস্ট ৩, ২০২৩, ৮:৩২ পূর্বাহ্নNice post. I was checking continuously this blog and I am impressed! Very useful information specially the last part 🙂 I care for such info a lot. I was seeking this particular info for a long time. Thank you and good luck.
আগস্ট ৩, ২০২৩, ৫:৩২ অপরাহ্নIts like you read my mind! You seem to know so much about this, like you wrote the book in it or something. I think that you could do with some pics to drive the message home a bit, but other than that, this is magnificent blog. A great read. I’ll definitely be back.
আগস্ট ৫, ২০২৩, ৬:১৮ পূর্বাহ্নWhen I originally commented I clicked the “Notify me when new comments are added” checkbox and now each time a comment is added I get four emails with the same comment. Is there any way you can remove me from that service? Thank you!
আগস্ট ৫, ২০২৩, ৭:১১ পূর্বাহ্নHey There. I found your blog using msn. This is an extremely well written article. I will be sure to bookmark it and come back to read more of your useful information. Thank you for the post. I will definitely comeback.
আগস্ট ৭, ২০২৩, ৫:১২ অপরাহ্নHi there, I check your blogs like every week. Your writing style is awesome, keep up the good work!
আগস্ট ৭, ২০২৩, ৮:৫২ অপরাহ্নHey just wanted to give you a quick heads up and let you know a few of the images aren’t loading correctly. I’m not sure why but I think its a linking issue. I’ve tried it in two different internet browsers and both show the same results.
আগস্ট ১০, ২০২৩, ১:০৩ অপরাহ্নI don’t even understand how I stopped up here, however I assumed this publish was good. I don’t recognize who you’re however definitely you are going to a famous blogger should you are not already. Cheers!
আগস্ট ১০, ২০২৩, ১১:২৭ অপরাহ্নWhat a stuff of un-ambiguity and preserveness of precious experience concerning unexpected feelings.
আগস্ট ১২, ২০২৩, ৯:০৩ পূর্বাহ্নHey there! I know this is somewhat off topic but I was wondering which blog platform are you using for this site? I’m getting tired of WordPress because I’ve had issues with hackers and I’m looking at options for another platform. I would be awesome if you could point me in the direction of a good platform.
আগস্ট ১২, ২০২৩, ১:১৮ অপরাহ্নIt’s very straightforward to find out any topic on net as compared to books, as I found this article at this web site.
আগস্ট ১৬, ২০২৩, ৫:১৪ অপরাহ্নПредставительский частный эромассаж в Москве в spa
আগস্ট ১৭, ২০২৩, ৫:৩০ পূর্বাহ্নGood answers in return of this query with firm arguments and describing everything concerning that.
আগস্ট ১৭, ২০২৩, ৮:১০ পূর্বাহ্নThank you for the auspicious writeup. It in fact was a amusement account it. Look advanced to far added agreeable from you! By the way, how can we communicate?
আগস্ট ১৮, ২০২৩, ৫:২৩ অপরাহ্নIf you want to get a great deal from this post then you have to apply such techniques to your won webpage.
আগস্ট ২১, ২০২৩, ৫:১৫ অপরাহ্নI was wondering if you ever considered changing the page layout of your blog? Its very well written; I love what youve got to say. But maybe you could a little more in the way of content so people could connect with it better. Youve got an awful lot of text for only having one or two images. Maybe you could space it out better?
আগস্ট ২২, ২০২৩, ৬:১৪ পূর্বাহ্নSimply want to say your article is as surprising. The clearness in your post is simply cool and i can assume you are an expert on this subject. Well with your permission allow me to grab your RSS feed to keep up to date with forthcoming post. Thanks a million and please continue the gratifying work.
আগস্ট ২৩, ২০২৩, ১:১২ পূর্বাহ্নI enjoy what you guys are up too. Such clever work and coverage! Keep up the awesome works guys I’ve incorporated you guys to my personal blogroll.
আগস্ট ২৩, ২০২৩, ৭:৩৮ অপরাহ্নI am extremely inspired with your writing skills and alsosmartly as with the layout in your blog. Is this a paid topic or did you customize it yourself? Either way stay up the nice quality writing, it’s rare to see a nice blog like this one nowadays..
আগস্ট ২৫, ২০২৩, ১২:৩৬ পূর্বাহ্নA person necessarily help to make seriously articles I would state. This is the first time I frequented your web page and to this point? I amazed with the research you made to create this actual submit incredible. Fantastic activity!
আগস্ট ২৬, ২০২৩, ১১:৪০ পূর্বাহ্নHey are using WordPress for your blog platform? I’m new to the blog world but I’m trying to get started and create my own. Do you need any coding knowledge to make your own blog? Any help would be greatly appreciated!
আগস্ট ২৯, ২০২৩, ৯:৫২ পূর্বাহ্নGreat post.
সেপ্টেম্বর ২, ২০২৩, ৫:১৬ পূর্বাহ্নHeya i’m for the primary time here. I came across this board and I find It truly useful & it helped me out a lot. I hope to give something back and help others like you helped me.
সেপ্টেম্বর ২, ২০২৩, ৭:৪০ পূর্বাহ্নSpot on with this write-up, I honestly feel this website needs far more attention. I’ll probably be back again to read more, thanks for the info!
সেপ্টেম্বর ৭, ২০২৩, ৯:৪৬ পূর্বাহ্নHaving read this I thought it was really informative. I appreciate you taking the time and effort to put this information together. I once again find myself spending a significant amount of time both reading and leaving comments. But so what, it was still worth it!
সেপ্টেম্বর ৭, ২০২৩, ৮:২৩ অপরাহ্নHi just wanted to give you a quick heads up and let you know a few of the images aren’t loading correctly. I’m not sure why but I think its a linking issue. I’ve tried it in two different internet browsers and both show the same results.
সেপ্টেম্বর ১২, ২০২৩, ২:৩৮ পূর্বাহ্নDo you have a spam issue on this website; I also am a blogger, and I was curious about your situation; many of us have created some nice procedures and we are looking to swap solutions with other folks, why not shoot me an e-mail if interested.
সেপ্টেম্বর ১৩, ২০২৩, ১:০৮ পূর্বাহ্নHurrah! At last I got a weblog from where I know how to truly get helpful information regarding my study and knowledge.
সেপ্টেম্বর ১৩, ২০২৩, ১১:৩৯ অপরাহ্নI was wondering if you ever considered changing the page layout of your site? Its very well written; I love what youve got to say. But maybe you could a little more in the way of content so people could connect with it better. Youve got an awful lot of text for only having one or two images. Maybe you could space it out better?
সেপ্টেম্বর ১৪, ২০২৩, ৩:৪১ অপরাহ্নI love your blog.. very nice colors & theme. Did you create this website yourself or did you hire someone to do it for you? Plz answer back as I’m looking to create my own blog and would like to know where u got this from. kudos
সেপ্টেম্বর ১৪, ২০২৩, ১০:৪১ অপরাহ্নWhat’s up, its pleasant article concerning media print, we all be familiar with media is a great source of data.
সেপ্টেম্বর ১৫, ২০২৩, ১০:২৬ অপরাহ্নHello there, simply turned into aware of your blog through Google, and found that it is really informative. I’m gonna watch out for brussels. I will appreciate in case you continue this in future. Many other folks shall be benefited from your writing. Cheers!
সেপ্টেম্বর ১৭, ২০২৩, ৮:৩২ পূর্বাহ্নHi to all, the contents present at this web site are actually awesome for people experience, well, keep up the nice work fellows.
সেপ্টেম্বর ২০, ২০২৩, ৬:১১ পূর্বাহ্নWhoa! This blog looks exactly like my old one! It’s on a entirely different topic but it has pretty much the same layout and design. Outstanding choice of colors!
সেপ্টেম্বর ২১, ২০২৩, ১:০১ পূর্বাহ্নWhat i do not realize is in reality how you’re now not really a lot more well-liked than you may be right now. You are so intelligent. You realize therefore significantly when it comes to this topic, produced me individually believe it from so many numerous angles. Its like men and women aren’t fascinated until it’s something to accomplish with Lady gaga! Your personal stuffs nice. Always deal with it up!
সেপ্টেম্বর ২১, ২০২৩, ৪:৫৯ পূর্বাহ্নActually no matter if someone doesn’t know after that its up to other viewers that they will help, so here it happens.
সেপ্টেম্বর ২২, ২০২৩, ৫:৩৬ পূর্বাহ্নAt this time I am going to do my breakfast, later than having my breakfast coming again to read further news.
সেপ্টেম্বর ২৪, ২০২৩, ৫:০৬ পূর্বাহ্নAppreciating the commitment you put into your website and in depth information you present. It’s great to come across a blog every once in a while that isn’t the same out of date rehashed material. Wonderful read! I’ve saved your site and I’m including your RSS feeds to my Google account.
সেপ্টেম্বর ২৫, ২০২৩, ৫:০৩ পূর্বাহ্নHeya i’m for the primary time here. I came across this board and I in finding It truly useful & it helped me out a lot. I am hoping to give something back and help others like you helped me.
সেপ্টেম্বর ২৫, ২০২৩, ৪:২৯ অপরাহ্নHi! Quick question that’s entirely off topic. Do you know how to make your site mobile friendly? My blog looks weird when viewing from my iphone4. I’m trying to find a theme or plugin that might be able to correct this problem. If you have any suggestions, please share. With thanks!
সেপ্টেম্বর ২৬, ২০২৩, ১:৪৫ পূর্বাহ্নEverything is very open with a clear explanation of the issues. It was really informative. Your website is very useful. Thank you for sharing!
সেপ্টেম্বর ২৬, ২০২৩, ৮:৪৮ পূর্বাহ্নIt’s nearly impossible to find educated people for this topic, but you sound like you know what you’re talking about! Thanks
সেপ্টেম্বর ২৮, ২০২৩, ৯:০৭ পূর্বাহ্নHeya are using WordPress for your blog platform? I’m new to the blog world but I’m trying to get started and create my own. Do you need any coding knowledge to make your own blog? Any help would be greatly appreciated!
সেপ্টেম্বর ২৮, ২০২৩, ৯:৫২ পূর্বাহ্নI was able to find good information from your articles.
সেপ্টেম্বর ২৯, ২০২৩, ৯:০৭ পূর্বাহ্নGreat info. Lucky me I ran across your website by accident (stumbleupon). I have bookmarked it for later!
সেপ্টেম্বর ২৯, ২০২৩, ১০:৪৫ পূর্বাহ্নIf you want to get a great deal from this article then you have to apply such techniques to your won blog.
সেপ্টেম্বর ৩০, ২০২৩, ৭:৪১ পূর্বাহ্নEverything is very open with a clear explanation of the issues. It was really informative. Your website is extremely helpful. Thanks for sharing!
সেপ্টেম্বর ৩০, ২০২৩, ৩:১৫ অপরাহ্নHi! I just would like to give you a huge thumbs up for the great info you have here on this post. I’ll be coming back to your website for more soon.
অক্টোবর ১, ২০২৩, ৪:১৫ পূর্বাহ্নHi, Neat post. There is a problem together with your web site in internet explorer, might check this? IE still is the marketplace leader and a big section of other people will miss your fantastic writing due to this problem.
অক্টোবর ১, ২০২৩, ১২:২৫ অপরাহ্ন