তিনি হযরত মুহাম্মাদ

তাঁর ওপর আল্লাহর ঝরুক সালাম

কামাল আতাউর রহমান ।।

আমি তাঁকে দেখেছি হেরা গিরি গুহায়
আমি তাঁকে দেখেছি রাত্রির বুক চিরে
কারো কণ্ঠস্বর শুনতে তিনি দারুণ আগ্রহী
আমি তাঁকে দেখেছি সওর পর্বতের গুহায়
আমি তাঁকে দেখেছি লোহিত সাগরের তীর ঘেঁষে
মদিনার দিকে যেতে – সে এক দুঃসহ যাত্রা।

তাঁর বিশ্বাস ছিল দৃঢ়
শত অত্যাচার আর প্রলোভন তাঁকে কখনোই করেনি সংকল্প বিচ্যুত
তিনি ছিলেন জ্ঞানী, প্রজ্ঞাবান এবং করুণাময়ের রহমতে ভরপুর।
সত্য তাঁর অস্ত্র, বিনয় তাঁর ভূষণ, করুণায় বিগলিত অন্তর
সর্বক্ষণ মহান আল্লাহর স্মরণে তাঁর সময় যাপন।

ভোগে নয়, ত্যাগেই সার্থকতা, দানেই সফলতা
জীবনের প্রতিটি পদক্ষেপ ছিল মহান সত্তার প্রতি নিবেদিত
মানবাধিকারকর্মী তিনি; হিলফুল ফজুল-এর প্রতিষ্ঠাতা সদস্য
ন্যায় প্রতিষ্ঠায় ছিলেন সোচ্চার
অন্যায়ের বিরুদ্ধে ছিলেন আপোসহীন জেহাদি
প্রতিটি কাজে পরম করুণাময়ের প্রতি ছিল আশ্চর্য নির্ভরতা
তিনি ছিলেন আজীবন সাহসী সৈনিক-সেনাপতি
শিশু হত্যা, নারী হত্যা, বৃদ্ধ হত্যা, বৃক্ষ হত্যার প্রতি
তাঁর ছিল সতর্কতা। জুলুম নয় – মজলুমের প্রতি
তাঁর ছিল গভীর ভালোবাসা। মানুষের মুক্তির জন্য
দিন-রাত্রি তিনি ছিলেন নিবেদিতপ্রাণ প্রার্থনাকাতর।

 15,719 total views,  3 views today


মন্তব্য (২ টি)

মন্তব্য করুন